তালায় বীর মুক্তিযোদ্ধার মৃত্যু বার্ষিকী পালিত ।
মহান মুক্তিযুদ্ধকালীন তালা থানা মুজিব বাহিনী প্রধান,কপিলমুনির ঐতিহাসিক যুদ্ধের মহানয়াক বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালামের ১২তম মৃত্যুবার্ষিকী যতাযথ মর্যাদায় পালিত হয়েছে। দিনটি উপলক্ষ্যে মোড়ল আব্দুস সালাম ফাউন্ডেশনের উদ্যোগে বুধবার (৫ জুলাই) উপজেলার কৃষ্ণকাটি আম্রকানন মাদরাসা চত্বরে প্রয়াত আব্দুস সালামের মাজার জিয়ারত, পুষ্পমাল্য অর্পণ ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট সমাজ সেবক ত্রিদিব কান্তি মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম,অধ্যক্ষ মুজিবুর রহমান,অধ্যাপক রেজাউল করিম খোকন,খলিলনগর ইউনিয়নপরিষদ চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু,বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালাম ফাউন্ডেশনের সভাপতি মীর জিল্লুর রহমান,প্রধান শিক্ষক শেখ আব্দুর রহমান,জগদীশ চন্দ্র দে, হিমাদ্রি শেখর দে, হেদায়েত আলী টুকু,আনন্দ অধিকারী,উত্তম কুমার দত্ত, জয়ন্ত কুমার পাল, বাবুলাল হালদার, কৃষ্ণেন্দু দত্ত, শংকর দে, শ্যামল আঢ্য, নারায়ন দাশ, সালাম স্মৃতি পরিষদের অ্যাড. উবাইদুর রহমান মোড়ল, সহকারী শিক্ষক আলমগীর হোসেন, কৃষ্ণপদ বাবু, সঞ্জয় হালদার, প্রভাষক দিবাকর হালদার, পার্থ হালদার ও কৃষ্ণকাটি হাই স্কুলের পক্ষে মোড়ল আলমগীর হোসেন প্রমুখ। আলোচনা সভা পরিচালনা করেন ইকবাল হোসেন খোকন।
এর আগে বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালাম গণ গ্রন্থাগারের পক্ষে সাংবাদিক গাজী জাহিদুর রহমান, তালার সাংবাদিকদের পক্ষ্যে জুলফিকার রায়হান ও সেলিম হায়দারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,শিক্ষক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ পুষ্পমাল্য অর্পণ করেন। সভা শেষে মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালামের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এছাড়া মরহুমের পরিবার পারিবারিকভাবে আলাদা দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।