তালায় সাইদীর মৃত্যুতে শোক জানিয়ে আরো এক ছাত্রলীগ নেতা বহিষ্কার।
আবু সাঈদ সরদার তালা সাতক্ষীরা প্রতিনিধিঃ
বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা জেলা তালা উপজেলা শাখার খলিল নগর ইউনিয়ন ছাত্রলীগ আরো এক নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে সাঈদীর মৃত্যুতে শোক জানানোর জন্য। খলিল নগর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি প্রণয় কবিরাজ নয়ন ও সাধারণ সম্পাদক সরদার সাব্বির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৭ আগস্ট) সাতক্ষীরা জেলা তালা উপজেলা খলিলনগর ইউনিয়ন ছাত্রলীগের এক জরুরি সিদ্ধান্তে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আলিমুল ইসলাম শাওন, সদস্য (৩নং ওয়ার্ড নলতা)খলিল নগর ইউনিয়ন, ছাত্রলীগসংগঠন নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপে লিপ্ত থাকায় সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হলো। সেই সঙ্গে তাদের স্থায়ী বহিষ্কারের জন্য বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ বরাবর সুপারিশ করা হলো।