তালা উপজেলার পাটকেলঘাটায় বাংলাদেশ কৃষক লীগের আহ্বায়ক কমিটি গঠন
জোষ্ঠ্য প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় বাংলাদেশ কৃষক লীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার (৯আগস্ট) সাতক্ষীরা জেলা কৃষক লীগের সভাপতি মিসেস মাহফুজ আরা রুবির দিক নির্দেশনায় আহ্বায়ক কমিটি গঠিত হয়। শেখ শাহীদুজ্জামান পাইলটকে আহ্বায়ক ও প্রভাষক আমিনুজ্জামানকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে।
বাংলাদেশ সাতক্ষীরা জেলা কৃষক লীগের কার্যনির্বাহী কমিটির সর্ব সম্মতিক্রমে উপজেলার পৃথক দুই থানার পৃথক কমিটি গঠন করার জন্য আহ্বান জানানো হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তালা উপজেলা কৃষক লীগের কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এসময় আহবায়ক কমিটির সদস্যকে সাথে নিয়ে জননেত্রী শেখ হাসিনার সকল কর্মসূচি বাস্তবায়ন করার আহ্বান জানানো হয়।