দিনাজপুরসহ আশপাশের জেলার সকলকে সতর্ক থাকার অনুরোধ
দিনাজপুরসহ আশপাশের জেলার সংশ্রিষ্ট সকলকে সতর্ক এবং প্রস্তুত থাকার অনুরোধ করেছছে পানি উন্নয়ন বোর্ড।
দিনাজপুর জেলায় গত ২৪ ঘন্টায়
৪৮.৭০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশের উজানে উল্লেখযোগ্য বৃষ্টিপাত কালিমপং (পশ্চিমবঙ্গ) ১২৮ ও দার্জিলিং (পশ্চিমবঙ্গ) ১২১ মিলিমিটার।
দেশে ও উজানে ভারী বৃষ্টিপাতজনিত কারণে আগামী ২৪-৪৮ ঘণ্টায় করতোয়া, আত্রাই, পুনর্ভবা, টাঙ্গন, ইছামতি, যমুনা ও যমুনেশ্বরী নদীসমূহের পানি সমতল সময় বিশেষে দ্রুত বৃদ্ধি পেতে পারে।
আগামী ২৪ ঘণ্টায় তিস্তা নদীর পানি সমতল বিপদসীমা অতিক্রম করতে পারে। আগামী ২৪-৪৮ ঘণ্টায় নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর ও গাইবান্ধা জেলার তিস্তা নদী অববাহিকাভুক্ত এলাকায় বন্যা পরিস্থতি সৃষ্টি হতে পারে।
তথ্যসূত্র: পানি উন্নয়ন বোর্ড।