মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি ॥ সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের অঙ্গ সংগঠন বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড দিনাজপুর জেলা শাখার আয়োজনে সংগঠনের নেতাদের সাথে সংগঠনকে গতিশীল ও বেগবান করার লক্ষ্যে মতবিনিময় সভা পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
দিনাজপুর বড়ময়দানের বিডিআর সীমান্ত ক্যাফেতে অনুষ্ঠিত মতবিনিময় ও কমিটির পরিচিতি সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দীক প্রধান। স্বাগত বক্তব্য ও সঞ্চালকের দায়িত্ব পালন করেন কমিটির সাধারন সম্পাদক এ এম ডি আরজ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি এবিএম মামুন আল রশিদ, জরজেসুর আহম্মেদ রাশেদ, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ মিনার, সাংগঠনিক সম্পাদক মোঃ তাজমুল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সাকিব হোসেন ডলার। বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের সন্তানরাও মুক্তিযুদ্ধের চেতনায় মুক্তিযুদ্ধকে লালন ও ধারণ করে দিনাজপুরে গঠিত ১৪১ জন সদস্য বিশিষ্ট যে কমিটি হয়েছে তা মুক্তিযোদ্ধা পরিবারের কল্যাণে আমরা কাজ করে যাব। সংগঠনকে গতিশীল ও বেগবান করতে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন রয়েছে। আসুন আমরা সবাই মিলে দিনাজপুরে বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডকে একটি মডেল সংগঠন হিসেবে দাঁড় করাই।

পোস্টটি শেয়ার করুনঃ