দিনাজপুরের ফুলবাড়ীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে ভূমিদস্যুদের হামলায় আহত- ২
দিনাজপুর প্রতিনিধি ঃ দিনাজপুরের ফুলবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরকে কেন্দ্র করে ভূমিদস্যুদের হামলায় ২ জন গুরুতর আহত হয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর প্রহর গুণছে।
জানা যায় গত ৬ আগষ্ট দিনাজপুর ফুলবাড়ী উপজেলার পৌরসভার ৬নং ওয়ার্ডের চকসাহাবাজপুর কবরস্থান এলাকায় রাত ১১ টায় জমি সংক্রান্ত জেরকে কেন্দ্র করে পূর্ব থেকে ওত পেতে থাকা ভূমিদস্যু মোতাহার আলী (৫৫) জাহাঙ্গীর আলম (৩২) আনোয়ার হোসেন (৩৫) মনোয়ার হোসেন (৩২) সানজিদ আহাম্মেদ সুইট (২৮) রাসেল (৩০) মোস্তাফিজুর রহমান (৩২) সহ ১৫ থেকে ২০ জন অজ্ঞাতনামা ভাড়াটিয়া সন্ত্রাসী দেশীয় ধারালো অস্ত্র দিয়ে চকসাহাবাজপুর গ্রামের তানভীর মাজাহার তান্না (৩২) ও শাহাদাত হোসেন শুভ কে হত্যার উদ্দেশ্যে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে তাদের কাছে থাকা ব্যবসায়িক ৭ লক্ষাধিক টাকা ছিনিয়ে নেয়। এ সময় তাদের আর্তচিৎকারে স্থানীয় এলাকাবাসী আহতদের উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। এ ব্যাপারে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।