দিনাজপুরে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন
মােঃ জাহিদ হোসেন , দিনাজপুর প্রতিনিধি // ” গাছ লাগিয়ে যত্ন করি-সুস্থ্ প্রজন্মের দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুর জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে ১০ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২০ আগস্ট-২০২৩) বিকেল ৪টায় দিনাজপুর বড় ময়দানে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিনাজপুর বিভাগীয় বন কর্মকর্তা মোঃ বশিরুল-আল-মামুনের সভাপতিত্বে জাতির জনকের প্রতি বিনম্র শ্রদ্ধাসহ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর সামাজিক বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোছাঃ নুরুন নাহার সাথী। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন দিনাজপুর সদর উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান। অনুষ্ঠানে কাহারোল বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, রামসাগর জাতীয় উদ্যানের তত্ত্বাবধায়ক মোঃ কামরুল হাসানসহ
বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
এর আগে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বড়মাঠস্থ বৃক্ষ মেলা প্রাঙ্গনে এসে শেষ হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক শাকিল আহমেদ। শোভাযাত্রায় শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীসহ বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও নার্সারি মালিক অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, বৃক্ষ মেলায় ২২টি প্রতিষ্ঠানের ৫৭টি স্টল অংশগ্রহণ করেছে।