দিনাজপুরে ৪ দফা দাবী বাস্তবায়নে উদ্দেশ্যমুলক কালক্ষেপনের প্রতিবাদে আইডিইবি’র বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত
মোঃ জাহিদ হোসেন দিনাজপুর প্রতিনিধিঃ॥ মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ও আন্তঃ মন্ত্রণালয় কমিটির সুপারিশের আলোকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত সমস্যার সমাধান না হওয়া এবং বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ২০২০ ও ঢাকা মহানগর ইমারত নির্মান বিধিমালা ২০০৮ সংশোধন পূর্বক গেজেট প্রকাশ ও ৪ দফা দাবী বাস্তবায়নে উদ্দেশ্যমুলক কালক্ষেপনের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ দিনাজপুর জেলা শাখার আয়োজনে আইডিইবি কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৪ জুলাই ২০২৩ ইং সোমবার সকাল ১১ টায় ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ দিনাজপুর জেলা শাখার সংগ্রাম কমিটির আহবায়ক জি এম ভট্টাচার্য এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন প্রধান অতিথি আইডিইবির কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ ইদ্রিস আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব মোঃ আকরাম আলী মিয়া, উপদেষ্টা, আইডিইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটি, অন্যান্য মধ্যে আরো বক্তব্য রাখেন দিনাজপুর জেলা আইডিইবি’র সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আউয়াল।
আইডিইবির দিনাজপুর জেলা নির্বাহী কমিটির সভাপতি মোঃ মতিউর রহমান, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি জনাব মোঃ লুৎফুল কবীর বকুল, আইডিইবি’র দিনাজপুর জেলা নিবার্হী কমিটির সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম,দিনাজপুর জেলা নির্বাহী কমিটির কাউন্সিলর এ আই এম মোঃ মিজানুর রহমান,মোঃ আমজাদ হোসেন, , , বাংলাদেশ কারিগরী ছাত্র পরিষদ (বাকাছাপ) দিমাজপুর এর আহবায়ক মোঃ আরমান হোসেন প্রমুখ।
বিক্ষোভ সমাবেশ শেষে আই ডিবি কার্যালয় হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক গুলি প্রদক্ষিণ করে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশ ও মিছিলে বিভিন্ন দপ্তরের পেশাজীবি সদস্য প্রকৌশলীবৃন্দ, সরকারী বেসরকারী পলিটেনিক ইন্সটিটিউটের শিক্ষক,ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।