দেবহাটায় জমি নিয়ে বিরোধে এক ব্যক্তিকে পিটিয়ে জখম
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গোলাম রসুল (৪৭) নামের এক ব্যক্তিকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার টাউনশ্রীপুর বাজার সংলগ্ন সাহেব আলীর মুদি দোকানের সামনে এ মারপিটের ঘটনাটি ঘটে। তিনি দেবহাটা সদরের আজিজপুর গ্রামের আব্দুল লতিফ মন্ডলের ছেলে। প্রতিপক্ষের পিটুনিতে গোলাম রসুলের মাথা ফেটে রক্তক্ষরণ এবং বাম হাতটি ভেঙে গেলে তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতের স্বজনরা জানান, সম্প্রতি একই গ্রামের বৈদ্য দাশের ছোটন দাশের কাছ থেকে কিছু জমি কিনতে চুক্তিবদ্ধ হয়েছিলেন গোলাম রসুল। চুক্তি মোতাবেক ছোটন দাশকে কিছু টাকাও দিয়েছিলেন তিনি। কিন্তু সম্পূর্ন টাকা পরিশোধে বিলম্ব হওয়ায় তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। শুক্রবার সন্ধ্যায় টাউনশ্রীপুর বাজার সংলগ্ন সাহেব আলীর মুদি দোকানে অবস্থান করছিলেন গোলাম রসুল। এসময় প্রতিপক্ষ ছোটন দাশ ও তার দুই দাদা গোপাল দাশ এবং বটু দাশ অতর্কিত তার ওপর হামলা চালিয়ে পিটিয়ে তাকে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে ভর্তি করেন। মারপিটে গোলাম রসুলের বাম হাত ভেঙে গেছে এবং মাথা ফেটে যাওয়ায় ক্ষতস্থানে নয়টি সেলাই দেয়া হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
এরিপোর্ট লেখা পর্যন্ত আহতের পরিবারের পক্ষ থেকে দেবহাটা থানায় অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছিল। দেবহাটা থানার ওসি বাবুল আক্তার বলেন, মারপিটের ঘটনায় এখনও কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।