দেবহাটায় বিদ্যুৎ স্পর্শে নিহত পরিবারে চেক প্রদান
দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার কুলিয়া গ্রামের শ্রমিক রাকিবুল ইসলাম বিদ্যুৎ স্পর্শে মারা যাওয়ায় পরিবারকে সহায়তার চেক প্রদান করা হয়েছে। গত ১৭ জুলাই বাগেরহাটে শ্রমিকের কাজ করার সময় বিদ্যুৎস্পর্শে মারা যান উপজেলা কুলিয়া গ্রামের রবিউল ইসলামের ছেলে রাকিবুল। পরিবারটি অসহায় এবং একমাত্র উপার্জনকারী হওয়ায় নিহত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন উপজেলা পরিষদ। রবিবার উপজেলা পরিষদের পক্ষ থেকে নিহত শ্রমিকের মায়ের হাতে এ চেক তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক রাশিদুল ইসলাম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রেজাউল ইসলাম সহ আরো অনেকেই।