দেবহাটা প্রেসক্লাবের বিশেষ সভা
ফরহাদ হোসেন নীলয় দেবহাটা প্রতিনিধি: দেবহাটা প্রেসক্লাবের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি মীর খায়রুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সংগঠনের গতিশীলতা বৃদ্ধি, নতুন ভবন নির্মানে জমি বরাদ্দ কার্যক্রম ত্বরান্বিতকরণ, সদস্যদের নিয়মিত মাসিক চাঁদা আদায় ও কল্যাণ তহবিল সমৃদ্ধিকরণ, আয়-ব্যয়ের হিসাব উপস্থাপনসহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও রেজুলেশনের মাধ্যমে সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া অর্থ সম্পাদক পদের বিগত উপ-নির্বাচনে নির্বাচন পরিচালনা কমিটি কর্তৃক গঠণতন্ত্র বর্হিভূতভাবে সন্যাসী কর্মকার অভিকে একক প্রার্থী দেখিয়ে বিজয়ী ঘোষনার বিপরীতে দায়েরকৃত লিখিত অভিযোগ ও নির্বাচন পরিচালনা কমিটির দাখিলকৃত প্রতিবেদনের প্রেক্ষিতে গঠণতন্ত্রের ১৮ ধারার আলোকে আলোচনাসহ উক্ত পদটি পুনরায় শূণ্য ঘোষনা করে রেজুলেশনে অর্ন্তভূক্ত করা হয়।
এসময় প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোমিনুর রহমান, লিটন ঘোষ বাপি, সাংগঠনিক সম্পাদক সুমন পারভেজ বাবু, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক এমএ মামুন, সাহিত্য ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন সবুজ, কার্যনির্বাহী সদস্য বায়েজিদ বোস্তামী উজ্জ্বল, রুহুল আমিন, সদস্য আব্দুল ওহাব, আব্দুর রব লিটু, আজিজুল হক আরিফ, সুজন ঘোষ, কবির হোসেন, এসএম নাসির উদ্দীন, আব্দুস সালাম, দিপঙ্কর বিশ্বাস, সন্যাসী কর্মকার অভি, সজল ইসলামসহ সকল সদস্য ও সহযোগী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।