নড়াইলে আনুষ্ঠানিকভাবে বদলি জনিত বিদায় সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করেন এসপি সাদিরা খাতুন
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
নড়াইলে অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার, সিআইডি-এর বদলিজনিত বিদায় সংবর্ধনা। আমরা পেশাদারিত্বের স্মৃতিকে অক্ষুন্ন রাখি। প্রত্যুষ কুমার মজুমদার, অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার, সিআইডি, নড়াইল-এর অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), ঢাকায় বদলি হওয়ায় পুলিশ সুপারের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে তাকে বদলিজনিত বিদায় সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করেন পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন, নড়াইল। প্রত্যুষ কুমার মজুমদার, অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার, সিআইডি, হিসেবে নড়াইল জেলায় দক্ষতার সাথে ৩ বছর ৪ মাস দায়িত্ব পালন করেছেন। এ সময় তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রনব কুমার সরকার, সিনিয়র সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল), নড়াইল স্বপন কুমার, পুলিশ পরিদর্শক (নি:), সিআইডি, নড়াইল এবং জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।