নড়াইলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে পদযাত্রা
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
প্রতিহিংসার বিচারে বন্দী গনতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের জনগণের আস্থার
প্রতিক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার
দাবীতে নড়াইল জেলা বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ১৯ আগষ্ট শনিবার
বেলা ১১টায় জেলা বিএনপির আয়োজনে নাকসী থেকে পদযাত্রা শুরু হয়ে মাদ্রাসা
বাজারে এসে শেষ হয়। পদযাত্রা শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন
জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গির আলম।
এসময় বক্তব্য দেন, জেলা বিএনপির সাধারন সম্পাদক মো. মনিরুল ইসলাম,সিনিয়ার
সহ-সভাপতি জুলফিকার আলী মন্ডল,বিএনপির জেলা সহ সভাপতি মোহাম্মদ
আছাদুজ্জামান,বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আলী হাসান, সাংগঠনিক সম্পাদক
শাহরিয়ার রিজভী জজ,সদর উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা
মোস্তাফিজুর রহমান আলেক, সদস্য সচিব মোজাহিদুর রহমান পলাশ, নড়াইল পৌর
বিএনপির আহবায়ক মোঃ আজিজার রহমান,নড়াইল পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক
তেলায়েত হোসেন বাবু,লোহাগড়া উপজেলা বিএনপির আহবায়ক মো. নজরুল জমাদ্দার,
কালিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব স.ম ওয়াহিদুজ্জাম মিলু,জেলা শ্রমিক
দলের সভাপতি সাইদুজ্জামান আমল, জেলা কৃষক দলের সভাপতি নবীর হোসেন, জেলা
স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খন্দকার ফসিয়ার রহমান, জেলা ছাত্রদলের সাধারণ
সম্পাদক মাহমুদুল হাসান সানিসহ জেলা-উপজেলার নেতারা।
নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও যুগ্ন
সাধারন সম্পাদক আলী হাসানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বিএনপির জেলা
সহ সভাপতি মোহাম্মদ আছাদুজ্জামান, অশোক কুন্ডু, যুগ্ন সাধারন সম্পাদক
অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাপল, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জজ,
সদর উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোসস্তাফিজুর রহমান আলেক,
সদস্য সচিব মোজাহিদুর রহমান পলাশ, জেলা যুবদলের সভাপতি মো: মশিয়ার রহমান,
সাধারন সম্পাদক সায়দাত কবীর রুবেল, লোহাগড়া উপজেলা বিএনপির আহবায়ক মো:
নজরুল জমাদ্দার, জেলা বিএনপির দপ্তর সম্পাদক মো: টিপু সুলতান, জেলা
স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খন্দকার ফসিয়ার রহমান, জেলা ছাত্রদলের সভাপতি
মো: ফরিদ বিশ্বাস, সাধারন সম্পাদক মাহমুদুল হাসান সানিসহ জেলা-উপজেলার
নেতারা।
বক্তারা বলেন,দেশ ও গণতন্ত্র বাঁচাতে তারেক জিয়া যে লড়াইয় সংগ্রামের ডাক
দিয়েছেন। সেই সংগ্রামকে এগিয়ে নিতে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে।
দেশে এখন স্বৈরশাসন চলছে। এর থেকে মুক্তি পেতে হলে আন্দোলণ সংগ্রামের
বিকল্প নেই। বক্তারা দাবি করেন, দেশ গড়েছেন জিয়া, রক্ষাও করবে জিয়ার
সৈনিকেরা। সমাবেশ থেকে বিএনপির চেয়ার পারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির
দাবি করেন।