নাটোর-৪ এর এম পি অধ্যাপক আব্দুল কুদ্দুস সাহেবের ইন্তেকালে ১১ অক্টোবর উপ-নির্বাচন।
স্টাফ রিপোর্টারঃ এম, মাসুদ রানা সুমন
নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ১১ অক্টোবর নাটোর-৪ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) কমিশন সভা শেষে এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৭ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই হবে ১৮ সেপ্টেম্বর এবং ভোটগ্রহণ হবে আগামী ১১ অক্টোবর।
এই আসনে ভোটগ্রহণ হবে ব্যালট পেপারে এবং ভোটকেন্দ্রে কোনো সিসি ক্যামেরা থাকবে না বলেও জানান তিনি।
গত ৩০ আগস্ট রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শ্বাসকষ্টজনিত রোগে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যান। মরহুম আলহাজ্ব অধ্যাপক আব্দুল কুদ্দুসের মৃত্যুতে আসনটি শূন্য হয়