নারকেল গাছ থেকে পড়ে ব্যাবসায়ীর মৃত্যু
সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার পাটকেলঘাটায় নারকেল গাছ থেকে পড়ে শেখ আব্দুল কুদ্দুস(৬০) নামে এক ব্যাবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার বিকালে বাড়ির পাশে একটি গাছে নারকেল গাছ থেকে পড়ে মৃত্যু হয় তার। নিহত ওই ব্যাবসায়ী চৌগাছা গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে। ব্যাক্তিগত জীবনে তিনি দুই ছেলে এক মেয়ের জনক ছিলেন বলে জানা গেছে । স্থানীয়রা জানায়,বিকাল সাড়ে ৩টার দিকে বাড়ির পাশে এক নারকেল গাছে নারকেল পাড়তে ওঠেন আব্দুল কুদ্দুস। ওই সময় অসাবধানতায় তিনি মাটিতে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসাপাতালে নেওয়ার পথিমথ্যে মৃত্যু হয় তার।পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি শেখ জহুরুল হক মৃত্যু বিষয়টি নিশ্চিত করে জানান, মাগরিব নামাজের জানাজা শেষে পারিবারিক কবরাস্থানে মরহুমের দাফন সম্প হয়।