নিয়ামতপুরে প্রসাধনীর দোকানে ভ্রাম্যমান আদালতের জরিমানা
জাকির হোসেন
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর নিয়ামতপুরে প্রসাধনীর দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছে। মঙ্গলবার (৫সেপ্টেম্বর) সকালে উপজেলা সদরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা আক্তার বিথী।
আদালত সূত্রে জানা গেছে, মেয়াদ উত্তীর্ণ ও বিএসটিআই অনুমোদনহীন নকল প্রসাধনী রাখার কারণে উপজেলা সদরের সরকারি স্কুল সংলগ্ন প্রসাধনী ব্যবসায়ী আল মামুন কসমেটিকসকে ২ হাজার ও আরিফুর কসমেটিকসকে ১হাজার টাকা জরিমানা করে।
এ সময় অভিযান পরিচালনায় সহযোগিতা করেন নিয়ামতপুর থানা পুলিশের একটি দল।
নিয়ামতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা আক্তার বিথী জানান, মেয়াদ উত্তীর্ণ ও অনুমোদনহীন প্রসাধনী জনসম্মুখে নষ্ট করে ফেলা হয়েছে। উপজেলাবাসীর সঠিক সেবা নিশ্চিতে অভিযান চলমান থাকবে।