নিয়ামতপুরে প্রাণীসম্পদ দপ্তরের উদ্যোগে মুরগী ও মুরগীর ঘর বিতরণ
জাকির হোসেন নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর নিয়ামতপুরে প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের “ক্ষুদ্র-নৃগোষ্ঠীর উন্নয়ন প্রকল্প ” আওতায় মুরগী, ঘর ও ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১২সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ৩৩৩ পরিবারের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২০টি করে মুরগী, মুরগীর ঘর ও ঔষধ সামগ্রী বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ। উপজেলা ভেটেনারী সার্জন আরিফুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা আকতার বিথী। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান (মহিলা) নাদিরা বেগম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ইয়ামিন আলী, কৃষি কর্মকর্তা কামরুল হাসান প্রমূখ। উল্লেখ্য যে এখন পর্যন্ত মোট ৩২৪০ ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মাঝে বিভিন্ন প্যাকেজ ৩৭৪ পরিবারকে একটি করে বকনা গরু, ১৪০ টি পরিবার কে এঁড়ে গরু, প্রতি পরিবারকে ২২৫কেজি করে গোখাদ্য, ১৪৯৭ পরিবারকে ২ টি করে মোট ২৯৯৫ টি ভেড়া এবং প্রতি পরিবারের ২৭ কেজি করে ভেড়ার খাদ্য, ৬৬৫টি পরিবারকে ৩০টি করে মোট ১৩৩০০ টি হাঁস ও প্রতি পরিবারকে ৯ কেজি করে হাঁসের খাবার বিতরণ করা হয়েছে।