পাটকেলঘাটায় আদালতের রায় অমান্য করে জমি দখলের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন
প্রেস বিজ্ঞপ্তি :
পাটকেলঘাটায় আদালতের রায় অমান্য করে জমি দখলের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বাদী কুমিরা ইউনিয়নের কুমিরা গ্রামের মৃত:সমরেন্দ্র নাথ দত্তের ছেলে মনিন্দ্র নাথ দত্ত বলেন,আমার কুমিরা মৌজায় পৈতিক সূত্রে ও উইল সূত্রে প্রাপ্ত হইয়া জমি জমা দীর্ঘদিন যাবৎ শান্তিপূণ ভাবে ভোগ দখল করিয়া আসিতেছি। আমার আপন ভ্রাতা ফনিন্দ্র নাথ দত্ত ও নরেন্দ্র নাথ দত্ত গায়ের জোরে জমি দখল করতে চেষ্টা করে। আমি এই ঘটনায় ০৬.০৮.২০২৩ ইং তারিখে সাতক্ষীরা বিজ্ঞ আদালতে মামলা করি। মামলায় আদেশ হয় যে,জমিতে যে পাট চাষ করেছি সেই পাট কাটবে। আমি পাট কাটতে গেলে তাঁরা বাধা দেয়। বিষয়টি আদালতে অবহিত করলে আদালত পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করতে পাটকেলঘাটা থানাকে নির্দেশ দেয়। এদিকে অদ্য ১৮.০৮.২০২৩ তারিখে সকাল সাড়ে ছয় টার দিকে ২য় পক্ষ ভাড়াটে ২০ থেকে ৩০ জন সন্ত্রাসী বাহিনী নিয়ে আমরা লাগানো ফসলের ক্ষয়ক্ষতি করে এবং আমাকে হুমকি, ধামকি প্রদান করে। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।