পাটকেলঘাটায় মিষ্টি কুমড়ার মাঠ দিবস অনুষ্ঠিত

পাটকেলঘাটা প্রতিনিধি।

সাতক্ষীরার পাটকেলঘাটা থানা এলাকার আশাননগরে ব্রাক সিড এন্ড এগ্রো এন্টার প্রাইজের আয়োজনে বুধবার (৩০ আগষ্ট) বিকালে থাইল্যান্ড-১ জাতের মিষ্টি কুমড়ার মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মায়ের দোয়া বীজ ভান্ডার পাটকেলঘাটার স্বত্তাধীকারি রফিকুল ইসলাম টুটুল এর উদ্যোগে মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাক সিডের রিজিওন্যাল ম্যানেজার গোপালগঞ্জের খন্দকার বায়েজিদ বোস্তামি। বিশেষ অথিতি ছিলেন, মনিটরিং অফিসার পরিতোষ সরকার, টেরিটরি সেলস অফিস্যার রসাতক্ষীরা মোঃ জাহিদ হোসেন। এসময় কৃষক আব্দুল আলিম জানান, আমার ৫ বিঘা ঘেরে আইলের একপাশে মাচা পদ্ধতিতে পরীক্ষা মুলক ভাবে লাগানো মিষ্টি কুমড়ায় খরচ হয়েছে ১৪/১৫ হাজার টাকার মত। এই কুমড়া সংগ্রহ শুরু হয়েছে। প্রতি পিছ কুমড়া ৭/৮ কেজির মত ওজন হচ্ছে। প্রতিপিছ কুমড়া ১৫০/২০০ টাকায় বিক্রি হচ্ছে। কম খরচে লাভজনক হওয়ায় কৃষক আগামীতে এ চাষে উদ্বুদ্ধ হবে। কৃষক জানায় এবছর ৩২ হাজার টাকার মত বেচাকেনা হবে বলে আশা করছি।

পোস্টটি শেয়ার করুনঃ