পার্বতীপুরে ছাত্রীদের মাঝে বাইসাইকেল ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ” ।
দিনাজপুরের পার্বতীপুরে ৪০ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার ও ৬০ জন দরিদ্র মেধাবী ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। গত ১০ জুলাই সোমবার উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলার উন্নয়ন সহায়তা তহবিল থেকে এসব হুইল চেয়ার ও বাই সাইকেল বিতরণ করা হয়।
এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ পার্বতীপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামাণিক, পৌর মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগ পার্বতীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসমাঈল, সহকারী কমিশনার (ভূমি) মাহমাদুল হাসান, ভাইস চেয়ারম্যান আমিরুল মোমেনিন (মোমিন) ও রুকশানা বারী রুকু সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।