পোরশায় নবনির্মিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন উদ্বোধন।
সুনীল কুমার
পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর পোরশা উপজেলা সারাইগাছি মোড়ে নব- নির্মিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন উদ্বোধন করা হয়।
বুধবার ২০ সেপ্টেম্বর ২০২৩ বেলা ১২ টায় পোরশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টিশন প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গতি, সেবা ও ত্যাগ এ প্রত্যয় কে সাথে নিয়ে পোরশা, সাপাহার ও নিয়ামাতপুর উপজেলার রূপকার রাস্তাঘাট অবকাঠামো উন্নয়নের কারিগর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি প্রধান অতিথি হিসাবে এ ফায়ার সার্ভিসের শুভ উদ্বোধন করেন।
লেঃ কর্নেল মোঃ তাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোর্শেদ চৌধুরী।
নওগাঁ জেলা প্রশাসক মোঃ গোলাম মওলা,
নওগাঁ জেলা পুলিশ সুপার মোঃ রাশিদুল হক,
পোরশা উপজেলা নির্বাহী অফিসার সালমা আক্তার উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
আগুন ছাড়া আরো অন্যান্য বিপদেও এই ডিফেন্স জনগণের পাশে থাকবে বলে বক্তারা অনুষ্ঠানে এসব কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব আলহাজ্ব আনোয়ারুল ইসলাম,
সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মোল্লা,
থানা ইনচার্জ জহুরুল ইসলাম,
গাঙ্গুরিয়া ইউপি চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান,
সহ সকল ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ গণ্যমান্য ব্যক্তিবর্গ সাংবাদিকবৃন্দ শিক্ষক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।