মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধিঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর নৌ-পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও দিনাজপুর-০২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরী, এমপি আগামী বুধবার (২৬ জুলাই) দুই দিনের সরকারি সফরে দিনাজপুরে আসবেন।

এই সফরে তিনি বিরল উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন’সহ বিভিন্ন স্থানীয় কর্মসূচীতে যোগ দিবেন। উল্লেখযোগ্য কর্মসূচীর মধ্যে;

আগামী শুক্রবার (২৮ জুলাই) সকাল ৯টায় বিরল খাদ্য গুদাম পুকুরে জাতীয় মৎস্য সপ্তাহের পোনা অবমুক্তকরণ ও পরে মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী।

এরপর সকাল সাড়ে ৯টায় উপজেলার ০৪নং ইউনিয়নের ফুলবাড়ী হাটে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক খননকৃত মোহনপুর লোকনাদহ হইতে ফুলবাড়ী/শহরগ্রাম তুলাই নদীতে সংযোগ ক্যানেলের উভয় পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন।

উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সকাল ১০টায় বিভিন্ন কর্মসূচির মধ্যে;
★ উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল, শিক্ষা সহায়তা উপকরণ ও বৃত্তি প্রদান
★ ক্যান্সার, কিডনি, লিভার, সিরোসিস, স্ট্রোকে প্যারালাইসিস, জন্মগত হৃদরোগ ও থ্যালেসেমিয়া রোগীদের এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ।
★ অসহায়, দরিদ্র ও কর্মহীনদের আর্থিক অনুদান প্রদান।
★ প্রতিবন্ধীদের মাঝে হুইল-চেয়ার বিতরণ।
★ উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে টি.আর টাকার চেক বিতরণ।

একইদিন সকাল ১০টায় উপজেলার ০২নং ফরক্কাবাদ ইউনিয়নের তেঘড়া মহেশপুরে প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন ধান (ব্রি-ধান: ৯০) এর চারা রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে রোপন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী।

এরপর সেখান থেকে বিরল উপজেলা হতে সড়কপথে বোচাগঞ্জ উপজেলার উদ্দেশ্যে যাত্রা করবেন।

পোস্টটি শেয়ার করুনঃ