রাকিবুল হাসান শ্যামনগরঃ
“শোককে শক্তিতে পরিণত করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাংলাদেশকে সোনার বাংলা গড়তে হবে। ১৯৭৫ সালে বাঙালি জাতির ইতিহাসে যে নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল সেসব চিহ্নিত হত্যাকারীদের বাংলার মাটিতেই বিচার হয়েছে। যারা আজও বিদেশে পালিয়ে আছে তাদেরকে অবিলম্বে ধরে ফাঁসির রায় কার্যকর করতে হবে। দেশি দেশি ষড়যন্ত্র আজও চলছে। সবাই সজাগ থাকবেন।যে কোনো ষড়যন্ত্র আমরা শক্ত হতে মোকাবেলা করব।

মাননীয়

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে বাংলার মানুষ দেখতে চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে থাকুন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে শক্তিশালী করুন।”আজ বুধবার শ্যামনগরের উপকূলীয় পদ্মপুকুর ইউনিয়ন আওয়ামী যুবলীগ ও ইউনিয়ন শ্রমিক লীগের আয়োজনে শোক সভার প্রধান অতিথির বক্তব্যে কথাগুলি বলেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস, এম, জগলুল হায়দার।
সহস্রাধীক মানুষের উপস্থিতিতে
পদ্মপুকুর ইউনিয়ন আওয়ামীলীগের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শওকত আলীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন শ্যামনগর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবীর, রমজানগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক পতিত পাবন মন্ডল, শ্যামনগর উপজেলা আওয়ামী যুবলীগের জাকির হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গাজী একরামুল হক লায়েস, পদ্মপুকুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম শফি, পদ্মপুকুর ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি আব্দুল্যাহ আল মামুন, পদ্মপুকুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পদক সাবেক ইউপি সদস্য আবুল কাশেম প্রমূখ।এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, পদ্মপুকুর ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ, অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও হাজার হাজার এলাকাবাসী। পরে দোয়া অনুষ্ঠানে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয় ও অসহায় দিনমজুর ও দুস্থ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

পোস্টটি শেয়ার করুনঃ