আশাশুনি প্রতিনিধি:

আশাশুনি থানা পুলিশের বিশেষ অভিযানে আনুলিয়া ইউপির সদস্য নিয়মিত মামলা নং-২০(৫)২৪ এর আসামী উত্তর একসরা গ্রামের ছলেমান গাজীর পুত্র কামাল গাজী ও একজন ওয়ারেন্ট ভুক্ত আসামীসহ ৮ জন কে আটক করা হয়েছে। বুধবার (২৩ মে ) অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারীর নেতৃত্বে উপজেলার সকল ইউনিয়নে আইনশৃঙ্খলা রক্ষা এবং অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে এসআই (নিঃ) মোঃ জাহাঙ্গীর হোসেন খাঁন, এসআই (নিঃ) সাব্বির আহমেদ, এসআই (নিঃ) শ্যামা প্রসাদ রায়, এএসআই (নিঃ) মোঃ কবির হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় নিয়মিত মামলা নং-১৮(৫)২৪ এর আসামী পিরোজপুর গ্রামের মৃত মাজেদ সরদারের পুত্র মোঃ আনারুল ইসলাম সরদার,তুয়ারডাংঙ্গা গ্রামের আব্দুল আহাদের পুত্র মোঃ আবু বক্কর ও নিয়মিত মামলা নং-১৯(৫)২৪ এর আসামী নওয়াপাড়া গ্রামের হবি সরদারের পুত্র মোঃ আইজুল সরদার,নূর হোসেন গাজীর পুত্র মোঃ মিজার গাজী ওরফে মুত্তাজুল, খায়রুল মোড়লের পুত্র মোঃ আবু মুছা মোড়ল,মৃত জোনাব গাজীর পুত্র মোঃ রেজাউল গাজী এবং সিআর পরোয়ানা -২৩৯/২৩ এর আসামী প্রতাপনগর গ্রামের আজগর সরদারের পুত্র আজাদুল ইসলামকে উপজেলার ভিন্ন ভিন্ন স্থানে অভিযান পরিচালোনা করে গ্রেফতার করেন। বৃহস্পতিবার গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুনঃ