মোঃসামিরুল ইসলামঃ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় কৃষি সম্প্রসারন অধিদপ্তর আয়োজনে ১২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে মাসকলাইয়ের বীজ ও সার বিতরণ এর উদ্বোধন করা হয়েছে।

রবিবার (০৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা চত্বরে ২০২৩-২০২৪ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় মাস কালাইয়ের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুনের সভাপতিত্বে,

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন,
স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফিরোজ আলি, উপজেলা কৃষি উপসহকারী কর্মকর্তা সেরাজুল ইসলাম প্রমূখ।

অনুষ্ঠানে প্রতি জন কৃষককে ৫ কেজি করে মাসকালাই বীজ,১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

পোস্টটি শেয়ার করুনঃ