পুষ্টি চাহিদা পূরণের মাধ্যমে সুস্থ্য নাগরিক হিসেবে গড়ে
তুলতে পারলে তারা দেশ পরিচালনার কর্ণধার হবে
=================================
মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুর সদর উপজেলার নির্বাহী অফিসার ফয়সাল রায়হান বলেছেন, পুষ্টি চাহিদা পূরণের মাধ্যমে সুস্থ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারলে তারাই একদিন দেশ পরিচালনার কর্ণধার হবে। প্রতিটি সরকারি অফিসে যদি জায়গা থাকে তাহলে সেখানে পুষ্টিযুক্ত সবজি বাগান গড়ে তুলুন।
“স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে খাবার খাবো পুষ্টি গুনে”-এবারের এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৯ মে বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সদর, দিনাজপুর এর হলরুমে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োগনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সদর দিনাজপুরের আয়োজনে ৯ হতে ১৫ মে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৪ উদযাপন উপলক্ষ্যে র‌্যালী শেষে আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আরোজ উল্লাহ’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার আসাদুজ্জামান আসাদ, উপজেলা যুব উন্নয়ন অফিসার মামুন হাসান চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম কিবরিয়া, উপজেলা শিক্ষা অফিসার মোঃ শফিকুল আলম, জেলা পরিবার পরিকল্পনা অফিসের ইউএফপি সদর দিনাজপুরের মোঃ ওবায়দুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মঞ্জুরুল ইসলাম। সভাপতির বক্তব্যে ডাঃ আরোজ উল্লাহ বলেন, ১০ মে ধর্মীয় প্রতিষ্ঠানে পুষ্টি বার্তা প্রচার, ১১ মে স্বাস্থ্যসেবা কেন্দ্রে পুষ্টি সেবা জোরদারকরণ, ১২ মে মা ও শিশুর খাদ্য পুষ্টি বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠান, ১৩ মে প্রবীনদের নিয়ে পুষ্টি বিষয়ক আলোচনা, ১৪ মে কৈশোরকালীন পুষ্টি এবং ১৫ মে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, পুষ্টিগুণে সমৃদ্ধ খাবার গ্রহণ করুন, খাদ্য উৎপাদন, পরিবহন, সংরক্ষন ও রান্নায় পুষ্টিগুন বজায় রাখুন, খাবারে চিনি ও লবনের মাত্রা সিমিত রাখুন, অতিরিক্ত ভাজা ও তৈলাক্ত খাবার, ফাস্ট ফুড বর্জন করুন, শিশুকে অতি প্রক্রিয়াজাত পানিও ও খাবার গ্রহণ থেকে বিরত রাখুন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সদর, দিনাজপুরের মেডিকেল অফিসার নাজিবা জাবিন।

পোস্টটি শেয়ার করুনঃ