আবু সাঈদ সরদার তালা প্রতিনিধিঃ

সাতক্ষীরা জেলার তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের ধলবাড়িয়া গ্রামে শেখ পাড়ায় ২২/০৪/২৪ তাঃ সোমবার দুপুর আনুমানিক বেলা ৫ টার দিকে বিদ্যুতের দুর্ঘটনায় আগুনের সূত্রপাত ঘটে। পুড়ে যায় ঘরে থাকা খাদ্য শস্যা চাউল জমির দলিল, ফ্রিজ টিভি সহ নগদ অর্থ।

স্থানীয়রা জানায়, দাউদাউ করে আগুন জ্বলতে দেখে ডাক চিৎকার দিলে আসেন গ্রামবাসী সবাই। প্রথমে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির কাছে ফোন করে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়। তাদের বলা হয় ফায়ার সার্ভিস এ খবর দিতে।পাশে পুকুর থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণ করতে করতে পুড়ে যায় সব ঘরবাড়ি। তারপরে আসে ফায়ার সার্ভিস।

কিছুক্ষণ আগে যেখানে ছিল শান্তির আশ্রয়স্থল, সেখানে শুধু ছাই আর কান্না ছাড়া কিছুই নেই।

ধলবাড়িয়া গ্ৰামে সুরুত আলী শেখের ছেলে ওসমান গনির ঘর পুড়েছে, নগদ ৮০ হাজার টাকা পুড়েছে ঘরে থাকা কাঠের তৈরি ফার্নিচার, জমির দলিল,খাদ্যশস্য চাউল,ফ্রিজ টিভি সবমিলিয়ে যার আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা, পরিবারের ৪ সদস্য নিয়ে অসহায় জীবন পার করছেন, সুরত আলী শেখের আরেক সন্তান আমিনুর শেখের ঘরে ছিল নগদ অর্থ ২০ হাজার টাকা পুড়েছে ঘরে থাকা কাঠের তৈরি ফার্নিচার, জমির দলিল,খাদ্যশস্য চাউল,ফ্রিজ টিভি সব মিলিয়ে ৫ লক্ষ টাকা, পরিবারের ৪ সদস্য নিয়ে অসহায় জীবন পার করছেন, পুড়েছে সুরত আলীর বসত ঘর, গোয়ালঘর, খাদ্যশস্যা চাউল যার সব মিলিয়ে আনুমানিক মূল্য ২ লক্ষ টাকা,
পরিবারের ২ সদস্য নিয়ে অসহায় জীবন পার করছেন, আজিজুল ইসলামের ঘর আসবাবপত্র যার আনুমানিক মূল্য ১লক্ষ টাকা, পরিবারের ৫ সদস্য নিয়ে অসহায় জীবন পার করছেন, ইকরাসের নগদ অর্থ ৮০ হাজার টাকা, আসবাবপত্র সহ আনুমানিক ২ লক্ষ টাকা, মুনতাজ শেখের ঘর পুড়েছে যার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা, পরিবারের ২ সদস্য নিয়ে অসহায় জীবন পার করছেন, হাবিবুর রহমানের মায়ের ঘরে থাকা ভাইবার অ্যাডমিট কার্ড পুড়েছে, মসলেম শেখের ঘর পুড়েছে যার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা, মিজান শেখ এর ঘর আসবাবপত্র যার মূল্য ৫০ হাজার টাকা, ফারুক শেখের ঘর আসবাবপত্র পড়ে আনুমানিক এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার ক্ষতিগ্রস্ত হয়েছেন।

তেঁতুলিয়া ইউপি সদস্য(২নং ওয়ার্ড) এস এম আলাউদ্দিন সমবেদনা জানিয়ে বলেন, পরনে থাকা বস্ত্র ছাড়া সাতটি পরিবার কিছুই নিতে পারেনি। মানবতার জীবন পার করছেন ১৩ টি পরিবার। ভিটা বাড়ি ছাড়া আর কোন চাষী জমি জায়গা কিছুই নাই।

ক্ষতিগ্রস্ত পরিবারকে সমবেদনা জানাতে আসে তেতুলিয়া ইউপি চেয়ারম্যান এম এম আবুল কালাম আজাদ, নগদ অর্থ ২৫০০ টাকা, তালা উপজেলা যুবলীগের সভাপতি ও তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন ১০০০ হাজার টাকা, তেতুলিয়া ইউপি সদস্য ২নং ওয়ার্ড এস এম আলাউদ্দিন ১৫০০ টাকা,
তালা উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নাজমুল হুদা পলাশ ১ হাজার টাকা প্রদান করেন ও স্থানীয় জনগণ মিলে খাদ্যের সু ব্যবস্থা করেন।

ক্ষতিগ্রস্ত ১৩ টি পরিবারে ৪৩জন সদস্যরা আগুনে পুড়ে যাওয়া হারানো ঘরবাড়ি ফিরে পাবার জন্য জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ও সাতক্ষীরা১ (তালা- কলারোয়া)সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন এর কাছে প্রত্যাশা করছেন।

পোস্টটি শেয়ার করুনঃ