নিজস্ব প্রতিবেদক,

তীব্র গরমে সারাদেশে জনজীবন অতিষ্ঠ। গরমের তীব্রতা কমাতে দেশব্যাপী বিভিন্ন সংগঠন ও ব্যক্তি উদ্যোগে চলছে বৃক্ষরোপণ কর্মসূচি। তবে এর মধ্যেই চাঁপাইনবাবগঞ্জে   নিয়ম ভেঙ্গে  গাছ কাটার  প্রক্রিয়া শুরু করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ।  ইতিমেধ্য টেন্ডার (দরপত্র) উন্মুক্তকরণসহ গাছে গাছে করা হয়েছে নাম্বারিং এই নাম্বারিং করাতেও কোন নিয়ম মানা হয়নি শুধু মাত্র মোটা গাছ গুলো নাম্বার করা হয়েছে এরমধ্যে চিকন বা কম বয়সী গাছগুলো কোন নাম্বার করা হয়নি নাম্বারবিহীন কাজগুলোও কেটে নেয়া হচ্ছে  । বিধি মোতাবেক গাছ কাটার বা নিলাম বিজ্ঞপ্তি দেওয়ার কথা বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের। অথচ বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ কোন কিছুই জানেন না আমনুরা ঝিলিম ইউনিয়নের জনসাধারণ বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষকে জানালে এ বিষয়ে জোর আপত্তি জানিয়ে জেলা পরিষদ কে একটি চিঠি প্রদান করেন। চিঠির জবাবের তোয়াক্কা না করে ঠিকাদারকে দিয়ে গাছ নিধনের  নেশায় মেতে উঠেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ। স্বল্প টাকায় টেন্ডার হয়েছে বলে     স্থানীয়দের রয়েছে জোর আপত্তি।  খোঁজ নিয়ে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের আমনুরা  থেকে আড্ডা  সড়ক বিভাগের রাস্তা  প্রায় ২০ কিলোমিটার পাকা সড়ক রয়েছে। ১৯৮৯/৯০ সালে  বনায়ন কর্মসূচির আওতায়  কয়েক হাজার ফলজ ও বনজ গাছের চারা রোপণ করে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ (বি এম ডি এ )।  এদিকে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সড়কের সৌন্দর্য বৃদ্ধির জন্য গাছগুলো না কেটে রক্ষার দাবি জানিয়েছেন স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও পথচারীরা। তাদের দাবি, নির্বিচারে গাছ কাটার কারণেই প্রকৃতিতে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গাছপালা কমে যাওয়ার কারণেই বৃষ্টিপাত হচ্ছে না, তীব্র তাপদাহ চলছে। এক মাস আগেও সড়কের ধারে গাছগুলো ছিল চোখের সৌন্দর্য। আমনুরা ঝিলিম রোডের পাসে বড়ো বড়ো গাছের  ছায়াতলে মানুষ বিশ্রাম নিত। আরামে চলাচল করত পথচারীরা। এখন সেখানে ধু-ধু মরুভূমি, তীব্র দাবদাহ। অল্প কিছু টাকার জন্য সরকার যেন আর গাছ না কাটে। এ বিষয়ে স্থানীয় ঝিলিম ইউনিয়নের চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান বলেন, আমি গাছ কাটার সম্পূর্ণ বিপক্ষে। তবে যথাযথ বিধিমালা অনুসরণ না করেই গাছ কাটার আয়োজন চলছে । এবিষয়ে কথা বললে চাঁপাইনবাবগঞ্জ জেলাপরিষদ চেয়ারম্যান বলেন আমি ওই কমিটির কেউনা,  কমিটির সদস্য আমার নির্বাহী উনার সাথে কথা বললে বুঝতে পারবেন। তবে আমার জানা মতে রেজুলেশন করে টেন্ডার করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুনঃ