দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় যথাযথ ভাবগাম্ভীর্য ও সংস্কৃতির মধ্যদিয়ে বাংলা নববর্ষ-১৪৩১ উদযাপনের লক্ষে প্রস্তুতি সভা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৪ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ প্রস্তুতি সভাটি অনুষ্ঠিত হয়।
দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. মুজিবর রহমান। এসময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) দীপা রানী সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, যুগ্ম সাধারণ সম্পাদক আলী মোর্ত্তজা মো. আনোয়ারুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, দেবহাটা প্রেসক্লাব সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, কুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আছাদুল হক, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, নাজমুস শাহাদাত, আওয়ামী লীগ নেতা অ্যাড. ওসমান গনি, সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় প্রতিবছরের মতো এবারও দেবহাটার বনবিবি’র বটমূলে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্যদিয়ে বর্ষবরণের প্রস্তুতি গ্রহণ করা হয়।

পোস্টটি শেয়ার করুনঃ