স্টাফ রিপোর্টারঃ বহেরা উত্তর পাড়া গ্রামের মোঃ শওকত আলীর ছেলে আমানুল্লাহ হোসেন ও হোসেন আলীর ছেলে সাইফুল ইসলাম, মোক্তার আলী ছেলে আবু ছালেক,খাসখামার গ্রামের রাজুর বিরুদ্ধে পথ রোধ করে নগদ ২ লাখ টাকা ও গলার একটি স্বর্ণের চেইন ছিনতাই এর অভিযোগ উঠেছে
সাংবাদিক মোতালেব সরদার বাদী হয়ে ৪ জনকে আসামি করে দেবহাটা থানায় একটি অভিযোগ দায়েল করেছেন অভিযোগ সূত্রে জানা যায় ১ নং আসামি, আমানুল্লাহ হোসেন, ২নং আসামি, সাইফুল ইসলাম, ৩নং আসামি, আবু ছালেক ও ৪নং আসামি, রাজু আহম্মেদ গত ১৭ এপ্রিল ২০২৪ রোজ বুধবার দুপুর ১:৩০ মিনিটে সাংবাদিক মোতালেব এর স্ত্রী বিনা অনুমতিতে বাড়ি থেকে চলে যায়, সাংবাদিক মোতালেবের ছেলে ইব্রাহিম তার মাকে খোঁজাখোঁজ করেন,আমানুল্লাহ, সাংবাদিক মোতালেবের ছেলেকে ইব্রাহিম কে ফিরিয়ে দেয়, বলে তুমি বাড়ি ফিরে যাও তোমার আম্মু চলে গেছে।সাংবাদিক মোতালেবের ছেলে সেখান থেকে চলে আসে, ছেলে বাড়ি এসে ফোন করে আব্বু সাংবাদিক মোতালেবকে এ ঘটনা জানায়। আমানুল্লাহ এর কাছে এ বিষয়ে সাংবাদিক মোতালেব ফোন করে আমানুল্লাহ কাছে বিষয়টা জানতে চাইলেন, আমানুল্লাহ ক্ষিপ্ত হয়ে গত ২০ এপ্রিল দুপুর ২টার সময় বহেরা নতুন মসজিদের পশ্চিম পাশে ১নং আসামি আমানুল্লাহ হোসেনের কনফেনশনারির দোকানের সামনে ইটের সোলিং রাস্তায় অভিযোগের ১,২,৩ ও ৪ নং আসামিরা সাংবাদিক মোতালেব এর পথ রোধ করে তাকে লাথি, চড়,কিল,ঘুষি মারপিট করেন সাংবাদিক মোতালেবের বিভিন্ন স্থানে ফোলা যখম করেন। পারুলিয়া আবিদ ফাউন্ডেশনের থেকে ২ লাখ টাকা ঋণ নিয়ে সাংবাদিক মোতালেব বাড়িতে যাচ্ছিলেন, প্যান্টের ডান পকেটে থাকা নগদ টাকা এবং তার গলায় থাকা ৭ আনা ওজনের চেইন যার আনুমানিক মূল্য ৪৮ হাজার টাকা।সাংবাদিক মোতালেবের পকেটে থাকা নগদ ২ লাখ টাকা ও গলায় থাকা স্বর্ণের চেইন ছিনতাই করেন । ৪ নং , আসামি সাংবাদিক মোতালেবের ডান হাতে থাকা একটি টাচ মোবাইল সেট কেড়ে নিয়ে রাস্তায় আছাড় দিয়ে ভেঙে ফেলেন ফোনের আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা এবিষয়ে জানার জন্য আমানুল্লাহ হোসেনের কাছে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি ফোনটি রিসিভ করেননি। এ বিষয়ে সাংবাদিক মোতালেব সাতক্ষীরা জেলা সুযোগ্য পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করছেন।

পোস্টটি শেয়ার করুনঃ