মোঃহাফিজুল ইসলাম শান্ত

 

ভেঙ্গে গেছে মাটির মন

নৈব দন্দে ভাসা,

ক্ষণস্থায়ী এ ছোট্র শহরে

গড়ছে কয়েক জনে বাসা!

নজর কাড়া খনিক ক্লাব

দেখতে যে মোর আসা,

মর্মাহত মনটা যে তাই

ছন্দে পরে ফাঁসা!

এমন ক্লাব মনে করায়

ফেলে আসা দিনের কথা,

থাখের সিরিঁ পাদুকা তার

শিউরে উঠে ব্যাথা!

খেঁউড় খেলে যায় ক্লাব মোদের

সংবাদকর্মীদের চাঁদায়

কদিন বাদেই মেহনতিরা

ফের হতাসার যাঁতায়!

এই ক্লাবের সংবাদকর্মীর

দুঃখ ক্ষোভের ভাষা,

কষ্ট ওদের লাঘব হতো

হলে ক্লাব খাসা!

কদিন বেগে এই ক্লাবে

স্রোত বইত যার

হিংস্র মনোভাব হইল মন

অস্রু নয়ন ভার!

একসময়কার স্রোত নদী

বাঁধ দেয়াতে খাল,

পারাপারে চলিত খেয়া

গল্প অতিত কাল!

বাড়ছে সংবাদকর্মী ব্যাপকতায়

হারিয়ে গেছে মায়া,

ভোগান্তির এই দেশে

পিছু ডাকছে ছায়া!

দুর্রভোগের এ বিপদ মুখে

দেশ রাজা হোক সহায়,

নামটি তার প্রেসক্লাব

টরভর ছন্দের ছায়ায়!

পোস্টটি শেয়ার করুনঃ