মোঃফেরদৌস আলম

পাটগ্রাম প্রতিনিধি
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ী ইউনিয়ন এর ললিতারহাট থেকে কলসিরমূখ ক্যাম্পগামি রাস্তাটি দীর্ঘদিন ধরে অধোগতির পর রাস্তাটি কাজ পুনোরায় শুরু করে এলজিইডি তবে রাস্তাটি প্রায় দুইশত গজ রাস্তা ভারতের সীমানা থেকে ৫০গজ দূরে অবস্থিত হওয়ায় ভারতের বিএসএফ কাজে বাধা দেন। তবে বিষয়টি নিয়ে বাংলাদেশ বিজিবি বেশ ঘাটাঘাটি করেও এখনো হয়নি কোন কাজ যার ফলে মানুষ, যানবাহনকে হতে হচ্ছে অনেক ভোগান্তি শিকার দিনদিন বাড়ছে এই স্থানে দূরর্ঘটনার সংখ্যা।

এই রাস্তাটি দিয়ে প্রতিদিন যাতায়াতকারী মানুষের সংখ্যা প্রায় পাঁচ হাজারেরো বেশি। যানবাহন যাতায়ত করে প্রায় তিনশ এর বেশি, ছাএ-ছাএী যাতায়ত করে এক হাজারেরো উদ্ধে।

তবে এই রাস্তাটি দুইটি রাষ্ট্রের সাংবিধানিক বিষয় বলে মাননিয় প্রধান মন্ত্রি কাছে জনসাধারণের দাবি যাতে অতি দূরতো এই রাস্তাটি নিয়ে ভারত সরকারের কাছে আলাপ আলোচনার মধ্যম আমাদের এই রাস্তাটি সম্পন্ন পাঁকা হয়। এবং এই এলাকার মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারে।

পোস্টটি শেয়ার করুনঃ