মোঃ আরিফুল হাসান, ফরিদপুর জেলা প্রতিনিধি:::

ফরিদপুরে ভাঙ্গায় পৃথক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত হয়েছেন। মোটরসাইকেল দুটির একটিরও রেজিস্ট্রেশন নম্বর ছিলো না। প্রথম দুর্ঘটনাটি ঘটে ঢাকা-খুলনা মহাসড়কের মুনসুরাবাদ বাস স্ট্যান্ডে সোমবার সকাল সাড়ে ৮টার দিকে।  ঢাকাগামী রেজিস্ট্রেশন বিহীন এফ জেড  ভার্সন টু মোটরসাইকেলটি গোপালগঞ্জগামী বিআরটিসি পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি বিআরটিসি বাসের নিচে আটকে গেলে চালক সেটি টেনে হিঁচড়ে নিয়ে যান প্রায় এক কিলোমিটার সড়ক। এতে মোটরসাইকেল চালক নয়ন হোসেনের শরীর ক্ষতবিক্ষত হয়ে ঘটনাস্থলেই মারা যান।  মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। নিহত নয়ন নড়াইলের কালিয়া উপজেলার খরড়িয়ার মনোয়ার হোসেনের ছেলে। দুর্ঘটনার পর বাসের হেলপার ও ড্রাইভার দ্রুত পালিয়ে যায়। অপর দুর্ঘটনায় গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত হন। সোমবার দুপুর ১২টার দিকে ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউপির ঘোষগ্রাম বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াসিন বেপারী উপজেলার ব্রাহ্মণপাড়া গ্রামের আব্দুস ছালাম বেপারীর ছেলে।  ভাঙ্গা থানার এসআই মারুফ জানান, সকাল ১১টার দিকে আজিমনগরের বাহ্মণপাড়া নিজ বাড়ি থেকে একটি রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেলে ফুফুবাড়ি ঘোষগ্রামে যাচ্ছিলেন ইয়াসিন। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পোস্টটি শেয়ার করুনঃ