মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে ২৯ বিজিবি’র অধীনস্থ জলপাইতলী ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ইসমাইল হোসেন গোপন সংবাদের ভিত্তিতে টহলরত বিজিবি জওয়ানদের সাথে নিয়ে ৬এপ্রিল (শনিবার)সকাল ৯টায় জলপাইতলী বাজার থেকে রাকিবুল ইসলাম কাজল(৩২)নামে এক মাদক কারবারিকে আটক করে।পরবর্তীতে তার দেয়া তথ্য মতে সকাল সাড়ে ৯টার দিকে জলপাইতলি এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারীদের ধাওয়া করে ৪৯বোতল ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম হয়।এই অভিযানে মাদক কারবারিরা পালিয়ে যেতে সক্ষম হয়।
বিষয়টি নিয়ে কথা হয় ক্যাম্প কমান্ডার ইসমাইল হোসেনের সাথে,তিনি
জানান,আটক কাজলের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আমাদের কাছে ছিল।সম্প্রতি একটি মাদক মামলায় সে পলাতক হিসেবেও তালিকাভুক্ত ছিল।তাকে আটকের সময় তার মুঠোফোনে ভারতীয় ছিম পাওয়া গেছে।পরবর্তীতে তার দেয়া তথ্য মতে ওই অভিযান চালিয়ে উপরোক্ত মাদকদ্রব্য উদ্ধার করা হয়।সদর ব্যাটালিয়ন হয়ে বেলা ২টার দিকে তাকে ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিয়ে মুঠোফোনে কথা হয় ২৯বিজিবি’র
টুআইছি মেজর শাহরিয়ার এর সাথে।তিনি জানান,সীমান্তে মাদক নির্মূলে মাদক বিরোধী অভিযান আমাদের অব্যাহত আছে।সীমান্তে অন্যান্য অপরাধের পাশাপাশি মাদকের সাথে কোন আপোষ নয়।

পোস্টটি শেয়ার করুনঃ