নিজস্ব প্রতিবেদকঃ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমাণ্ড, কেন্দ্রীয় কমিটি।

শুক্রবার (২৫ আগস্ট) শোকাবহ আগস্ট উপলক্ষে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের অঙ্গসংগঠন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমাণ্ড, কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহবুবুল ইসলাম প্রিন্স ও সাধারণ সম্পাদক আল মামুন এর নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের কালো রাত্রি নিহত সকল শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও দোয়া করা হয়। এরপর সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বের ধারাবাহিকতা অব্যাহত রাখার মাধ্যমে দেশের শান্তি ও উত্তরোত্তর সমৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে শপথ বাক্য পাঠ করেন।

এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমাণ্ড, কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহবুবুল ইসলাম প্রিন্স, সাধারণ সম্পাদক আল মামুন, সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক রাশিদ শাহরিয়ার উদয়, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি লুৎফুল আজম, ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, ফিরোজ আহমেদ সুজন, আব্দুর রহমান রুবেল, চৌধুরী মাহমুদুন্নবী সোহেল, শেখ রাসেল, আশরাফুল ফাহাদ, শাহীন মাতুব্বর, আশরাফুল আলম, শেখ রোহিত হাসান রিন্টু, রোমান হোসেন, মাহফুজ রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী মাহমুদ রেজা, শের সম্রাট খান, খায়রুল হাসান, আশরাফ সিদ্দিকী নিটোল, সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম টিটু, শাহরিয়ার সজীব, সদস্য ড. নাজনীন আলম, মিজানুর রহমান, ঢাকা কলেজ শাখার সভাপতি থান্দার মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক আল ইমাম, রামপুরা থানা শাখার সভাপতি ফয়সাল আব্দুল্লাহ খালেদ, শাহবাগ থানার সভাপতি নাসির উদ্দীনসহ প্রমুখ। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সংগঠনের সভাপতি মাহবুবুল ইসলাম প্রিন্স ও সাধারণ সম্পাদক আল মামুন সংগঠনের পক্ষে বঙ্গবন্ধুর সমাধিসৌধে রাখা শোক বহিতে মন্তব্য ও স্বাক্ষর প্রদান করেন।

পোস্টটি শেয়ার করুনঃ