মোঃ ইকরামুল হক রাজিব স্পেশাল ক্রাইম রিপোর্টার

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) বাগেরহাট জেলা
জনাব মোঃ আব্দুর রহমান পুলিশ সুপার এর নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে চোর চক্র প্রধান আজিজুল শেখ (৩২) কে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। বাগেরহাটের শরণখোলার একটি ব্যবসা প্রতিষ্ঠানের ক্যাশ বাক্সের তালা ভেঙ্গে ২ লক্ষ টাকা চুরির সিসি ফুটেজে ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে পিবিআই তৎপর হয়ে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে। বুধবার (২২ মে) পিরোজপুর সদর হাসপাতালের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত আজিজুল শেখ বাগেরহাটের রামপাল উপজেলার বড় নবাবপুর গ্রামের নুরুজ্জামান শেখের ছেলে।

জানাগেছে, শরণখোলা থানার দক্ষিণ তাফালবাড়ি গ্রামের বাসিন্দা মো. আব্দুল খালেকের ছেলে মো. ইয়ামিনের ব্যবসা প্রতিষ্ঠানের ক্যাশ বাক্স ভেঙে ২ লক্ষ টাকা চুরি করে নিয়ে যায়। সিসি টিভিতে ধারণকৃত ফুটেজ দেখে চোর সনাক্ত করে তার বিরুদ্ধে শরনখোলা থানায় একটি এজাহার দায়ের করা হয়। বিষয়টি পুলিশ ব্যুরো অব ইনভেস্টগেশন (পিবিআই ) এর নজরে আসলে চোর ধরতে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে তারা। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার পিরোজপুর সদর হাসপাতালের সামনে থেকে আজিজুলকে আটক করতে সক্ষম হয় পিবিআই। এ সময় তার কাছ থেকে নগদ ২৪ হাজার ৩শ ৪২ এবং বিকাশ একাউন্ট থেকে ১৪ হাজার ৬শ ৬২ টাকা, দুইটি মোবাইল, দুইটি স্ক্রু ড্রাইভার এবং তিনটি মোবাইল রিচার্জ কার্ড জব্দ করা হয়।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর বাগেরহাটের পুলিশ সুপার মোঃ আব্দুর রহমান।

পোস্টটি শেয়ার করুনঃ