মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি ॥ ৩০ এপ্রিল মঙ্গলবার দিনাজপুর জেলা বিরল উপজেলার ২নং ফরক্কাবাদ ইউনিয়নে ফরক্কাবাদ ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্র হলরুমে জেএসকেএস এর আয়োজনে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় “ওয়াই মুভস” প্রকল্পের আওতায় দিনব্যাপী জেলা পর্যায়ে স্বাস্থ্য সেবা কার্যক্রমে স্কোর কার্ড পরবর্তী স্বাস্থ্য সেবা পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
বিরল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার এএনএস মামুনুর রশিদ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেএসকেএস এর প্রজেক্ট অফিসার মোঃ সাইফুল আলম। প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলাম বলেন, স্বাস্থ্য শিক্ষা কার্যক্রমের আওতায় কিশোরী ছাত্রীদের বিভিন্ন প্রকার স্বাস্থ্য সেবার ক্ষেত্রে স্কোর কার্ড বিশেষ অবদান রেখে আসছে। এই প্রকল্পের মেয়াদ শেষ হলেও পরিবার পরিকল্পনা দপ্তরের ও ইউনিয়ন পর্যায়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের সহযোগিতায় মেয়ে শিক্ষার্থীদের স্বাস্থ্য সেবা চলমান থাকবে। মুক্ত আলোচনা করেন সাগর মেহরম, ইউপি সদস্য মোঃ মোকাররম হোসেন, কিশোরী মেরিনা টুডু, ইউপি সদস্য বৃষ্টি রানী ও রবিউল ইসলাম, সামুয়েন মেহরম, স্বাস্থ্যকর্মী সুভ্রা সাহা ও উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ আশরাফুল ইসলাম।

পোস্টটি শেয়ার করুনঃ