মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নে অবস্থিত মা আমেনা বালিকা কওমি মাদ্রাসার ১১জন শিক্ষার্থীকে কোরআনের ছবক প্রদান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩০মার্চ শনিবার(১৯ রমজান)বাদ আসর মাদ্রাসা প্রাঙ্গনে শিক্ষার্থীদের কোরআনের ছবক প্রদান করেন কানাহার মাদ্রাসার শিক্ষা পরিচালক হযরত মাওলানা মুফতী নজিবুল্লাহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান আলহাজ্ব প্রফেসর ন‌ওশের ওয়ান,বিশিষ্ট সমাজসেবক আজম মন্ডল রানা,ডা.জাকির হোসেন,প্রভাষক নিশাত ও জাহিদ হোসেন,নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি লিমন হায়দার,সাধারণ সম্পাদক মানিক মন্ডল,ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সহ-সভাপতি মোশারফ হোসেন, ফুলবাড়ী রিপোর্ট ইউনিটির যুগ্ন-সাধারণ সম্পাদক আজগর আলী,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোরসালিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বাদ আসর হতে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়।এরপর ১১ জন শিক্ষার্থীকে কোরআনের সবক প্রদান করা হয়। সবক প্রদান শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আল আমিন বিন আমজাদ।

পোস্টটি শেয়ার করুনঃ