মোঃ আরশাদ আলী সাতক্ষীরা থেকে ।

সাতক্ষীরায়৷ প্রধানমন্ত্রীর শেখ হাসিনাকে জীবন নাশের হুমকি  দেওয়ার ঘটনায মামলায় আদালতে সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। গত ১ এপ্রিল সাতক্ষীরার বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাক্ষ্য দেন এই মামলার বাদী শফিকুল ইসলাম শফি।আদালত ১১ জুন  পরবর্তী দিন ধার্য করেছেন স্বাক্ষীর জেরার জন্য।

আদালতের এপিপি জি এম ওকালত হোসেন   জানান , সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বড়দল গ্রামের নওশের আলীর পুত্র পুলিশ কনস্টেবল মাহমুদ হাসান বাবলু ২০১৩ সালে ১৯ জুন বিকালে  ধুলিহর বড়দল গ্রামে ফজলুর দোকানের মোড়ে দাঁড়িয়ে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ধরে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে এবং তার মান সম্মান ও ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কথাবার্তা বলে।  এছাড়াও তিনি হুমকি দিয়ে বলে যদি কোনদিন প্রধানমন্ত্রীর ডিউটি পাই তাহলে প্রধানমন্ত্রীকে গুলি করে বুক ঝাঁঝরা  করে দেবো।তাৎক্ষণিকভাবে এর প্রতিবাদ করায় ওয়ার্ড আ’লীগের সভাপতি শফিকুল ইসলাম শফি প্রতিবাদ করলে তাকে কিল ঘুষি লাথি মেরে ফোলা জখম করে এবং  গলা টিপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। এই ঘটনায় শফিকুল ইসলাম শফি বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় ১৯-৬-২০১৩ তারিখে এজাহার দায়ের করে ।মামলা নং জি আর ৪৬৬/ ২০১৩(সাত)।এঘটনার পর ওই পুলিশ কনস্টেবলকে চাকুরিচ্যুত করা হয়। স্বাক্ষ্য গ্রহণের সময় তিনি আদালতের কাঠগড়ায় হাজির ছিলেন।

পোস্টটি শেয়ার করুনঃ