ডেক্স রিপোটঃ

প্রেমিকার সাথে ঘর বাঁধার স্বপ্নে,, দেহ মন উজার করে বিলিয়ে দিয়েছে প্রতারক প্রেমিক কে। কিন্তু স্বপ্ন তার স্বপ্নই রয়ে গেলো,বাস্তবে আর ঘর বাধা হলোনা, স্ত্রীর দাবী নিয়ে সেই প্রেমিকের বাড়ীতে ছুটে এসেও ঠাঁই হলোনা আমেনার ।তার উপস্হিতি টের পরে বাড়ী থেকে পালিয়ে গেছে প্রতারক প্রেমিক রাকিবুল ইসলাম রাকিব। দিনভর দেন দরবার শেষে কৌশলে মেয়ের অভিভাবকের হাতে তুলে দিয়েছে, প্রেমিকা আমেনা খাতুন কে।, দু নয়ন ভরা চোখের জলে ডুকরে ডুকরে কেঁদে প্রেমিকের বাড়ীর আংগিনা থেকে চলে গেছে। তার কান্না চোখের জলের কোন মুল্য দেয়নি, প্রভাবশালী প্রতারক প্রেমিকের বাড়ীর লোকজন। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার বিকালে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ইদিলপুরের চকনদী গ্রামে। ঐ গ্রামের আশরাফুলের পুত্র রাকিবুল ইসলাম রাকিব, চাকুরীর খোজে রাজধানী ঢাকায় গেলে, পরিচয় হয়, সিরাজগন্জ জেলার শাহজাদপুর থানার ঘোড়াশাল গ্রামের আলিম উদ্দিনের কন্যা আমেনা খাতুনের সাথে। আমেনা এক সন্তান স্বামী সহ ঢাকায় থাকতো। পরিচয় থেকে প্রনয়, শেষমেশ পরকীয়া প্রেমে জরিয়ে রাকিবের সাথে তার একাধিকবার দৈহিক সম্পর্ক হয়। আমেনা রাকিবের প্রেমে আসক্ত হয়ে ঘর বাধার স্বপ্নে তার স্বামীকে ডিভোর্স দিয়ে,, ঢাকায় একটি বাসা ভাড়া নিয়ে রাকিবের সাথে প্রায় ৮ মাস সেখানে বসবাস করে। সামাজিক ভাবে বিয়ের প্রমান হিসাবে গত আগষ্ট মাসের ২৪ তারিখে ঢাকা নোটারী পাবলিকে গিয়ে ৩ লাখ টাকা দেনমোহরানায় একটি এফিডেবিট সম্পাদন করে। প্রেমিকা আমেনা বুঝেছিলো এটাই বিয়ে, কাজী অফিসে রেজিষ্টি করেনি প্রতারক প্রেমিক। সুযোগ বুঝে আমেনাকে ঢাকায় রেখে গ্রামের বাড়ীতে চলে আসে রাকিব। তার পরিবারের লোকজন রাকিব কে অন্যখানে বিয়ে করায়।নতুন বউকে নিয়ে সুখেই কাটছিলো তার দিন। অন্যদিকে দির্ঘদিন আমেনার সাথে যোগাযোগ না রাখায়, গতকাল ১১ ডিসেম্বর আমেনা ঢাকা থেকে ছুটে আসে রাকিবের গ্রামের বাড়ীতে। এসে দেখতে পায়, তার হবু স্বামী প্রতারক প্রেমিক, নতুন বিয়ে করে বউ ঘরে তুলেছে। ভুলে গেছে আগের আমেনাকে। স্ত্রীর দাবি নিয়ে তার বাড়ীতে অবস্হান নিলে কৌশলে ধৃরন্দর প্রেমিক রাকিব ও তার পিতা আশরাফুল বাড়ী থেকে সটকে পরে। আর হাজারো উৎসুক জনতা ভীর জমায় রাকিবের, ঢাকার বউকে দেখার জন্য। খবর পেয়ে আখিরা নিউজ টিম সেখানে হাজির হলে, ক্যামেরার সামনে সব কিছু খুলে বলে আমেনা খাতুন। আমেনার উপর ভয়ভীতি প্রদশন সহ বিভিন্ন হুমকি ধামকী দিয়ে তাকে বাড়ী ছারানোর চেষ্টা করে,প্রভাবশালী আশরাফুল। শেষমেশ পুলিশ গিয়ে তার বিয়ের প্রমানাদি দেখতে চায়।কিন্ত সঠিক বিয়ের কাবিন নামা দেখাতে ব্যার্থ হলে আমেনার অভিভাবক তার এক মামাকে ডেকে গভীর রাতে তাকে বিদায় করে দেয়া হয়। এ বিষয়ে ইদিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহারুল ইসলাম বলেন,আমি এমন খবর শুনে রাকিবের বাড়িতে রাতে গিয়েছিলাম,মেয়ের কোন অভিভাবক না থাকায় আমি সেখান থেকে চলে এসেছি। ঐ ওয়ার্ডের ইউপি সদস্য সাইদুর রহমান বলেন, বিষয়টি শুনে আমিও চকনদী গ্রামে আশরাফুলের বাড়িতে গিয়েছিলাম,ঐ মেয়েকে রাত প্রায় ১ টার দিকে তার মামা এসে নিয়ে গেছে। আমেনার সাথে বিয়ের নামে প্রতারনা করে তার সর্বস্হ লুটে নিয়েছে রাকিব।,প্রচলিত আইনে তার বিচার হোক স্বার্থক হোক আমেনার চোখের জল।এমনটাই দাবী করেছেন এলাকার মানুষ জন।

পোস্টটি শেয়ার করুনঃ