শাহিন আলম,বিশেষ প্রতিনিধি  ঃ

সাতক্ষীরার তালা উপজেলার বালিঢাদহা টু মাদরা সড়কের দেবুতলা নামক স্হানে একটি কালভাট প্রায়। ২/৩ বছর পূর্বে ভেঙ্গে যায়। এ সময় স্হানীয় জনপ্রতিনিধি ফারুক হোসেনের নেতৃত্বে কাঠ দিয়ে কোন রকমে যাতায়াতের ব্যবস্হা করে দেন। কিন্তু বর্তমানে উক্ত রাস্তা দিয়ে জনসাধারনের চলাচলের এত চাপ যার কারনে কালভাটের সে লাগানো কাঠ গুলি ভেঙ্গে বড় বড় ফাক হয়ে যাওয়ায় জন সাধারন চলাচল করতে ভয় পাচেছে। যে কোন মুহুর্তে বড় দুরঘটনা ঘটতে পারে বলে আশংকা করছে এলাকাবাসি। তাছাড়া রাতে কোন পথচারী সাইকেল বা ভ্যান নিয়ে চলতে গেলে হাত পা ভেঙ্গে বাড়ী যাওয়া ছাড়া কোন উপায় নেই। গতকাল সরজমিনে গেলে স্হানীয়রা জানান এই কালভাট দিয়ে প্রতিদিন শত শত মানুষ ভ্যান সাইকেল নিয়ে চলাচল করে থাকে। বিশেষ করে উক্ত সড়কের দুধারে স্হানীয় এলাকার মানুষদের রয়েছে মৎস্য ঘের। প্রতিদিন ঐ ঘের ব্যবসায়ীরা এই রাস্তা দিয়ে মাছ নিয়ে বিভিন্ন মাছের াড়তে বিক্রয় করে তাদের জীবিকা নির্বাহ করে থাকে। । কিন্তু একটি কালভাটের জন্য এই জীবিকা নির্বাহ বন্দ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এ বিষয়ে তালা উপজেলা এল জি ই ডি কর্মকর্তা রথীন্দ্রনাথ রায় জানান বিষয়টি আমরা দেখেছি প্রকল্প আসণে সংষ্কার করা হবে।

পোস্টটি শেয়ার করুনঃ