অভয়নগরের সুন্দলী ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় শোকদিবস পালিত
প্রিয়ব্রত ধর,স্টাফ রিপোটার
যশোরের অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের সুন্দলী বাজারে ২নং ইউনিয়ন আ’লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহান স্থপতি জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদের স্মরণে আলোচনা ও প্রার্থণা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা ও শোক সভায় সুন্দলী ইউনিয়ন আ’লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধীর কুমার পাড়ের সভাপতিত্বে সুন্দলী ইউনিয়ন আ’লীগ যুগ্ম সাধারণ সম্পাদক দীনেশ বিশ্বাস ও সমীরণ সরকারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা আ’লীগ সভাপতি যশোর জেলা আ’লীগ সদস্য সাবেক নওয়াপাড়া পৌর মেয়র আলহাজ ইনামুল হক বাবুল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক, যশোর জেলা আ’লীগ সদস্য সাবেক পৌর মেয়র সরদার ওলিয়ার রহমান, উপজেলা আ’লীগ সিনিয়র সহ-সভাপতি, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গির, উপজেলা আ’লীগ সহ-সহভাপতি, সুন্দলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিকাশ রায় কপিল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, যশোর আ’লীগ।
জেলা আ’লীগ সাবেক সদস্য, যশোর জেলা ভাইস প্রেসিডেন্ট, বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এ্যাসোসিয়েশনের ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী, উপজেলা আ’লীগ সদস্য চৈতন্য কুমার মন্ডল, নওয়াপাড়া পৌর ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, পৌর ৩নং ওয়ার্ড সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাবেক জেলা পরিষদ সদস্য লায়লা খাতুন, উপজেলা মহিলা আ’লীগ সভানেত্রী শাফিয়া খানম। অন্যান্যের মধ্যে সুন্দলী ইউনিয়ন ২নং ওয়ার্ড সভাপতি, সুন্দলী এস.টি স্কুল এন্ড কলেজ সভাপতি স্বপন সরকার, ৩নং ওয়ার্ড আ’লীগ সভাপতি সুইট মল্লিক, ৯নং ওয়ার্ড সভাপতি পবিত্র বিশ্বাস, ৮নং আ’লীগ সভাপতি প্রশান্ত বিশ্বাস, কৃষকলীগ সাধারণ সম্পাদক অমর বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক অলোক কুমার দাস, যুবলীগ সাধারণ সম্পাদক পল্লব বিশ্বাস, আওয়ামী মৎস্যজীবী লীগ আহবায়ক সৌরভ মল্লিক, আ’লীগ নেতা আশীক বিশ্বাস সহ প্রমুখ। প্রার্থণা অনুষ্ঠান শেষে খাবার বিতরণ করা হয়।