মোঃজাহিদ হোসেন দিনাজপুর প্রতিনিধি// ২৩/০৮/২০২৩ তারিখ জনাব মোঃ মিজানুর রহমান এডিশনাল ডিআইজি রংপুর রেঞ্জ স্যারের বিরল থানাধীন জগতপুর পুলিশ তদন্ত কেন্দ্রের বাৎসরিক পরিদর্শন উপলক্ষে বিরল থানা পুলিশ ও জগতপুর কেন্দ্রের পক্ষ থেকে স্যারকে ফুলের উষ্ণ শুভেচ্ছা। স্যার সন্তুষ্টি জ্ঞাপন করেন এবং কিছু দিক নির্দেশনা প্রদান করেন যা পালনে সবাই সর্বদা সচেষ্টো থাকবো। একই সাথে উপস্থিত ছিলেন জনাব শাহ ইফতেখার আহমেদ,পুলিশ সুপার দিনাজপুর স্যারকেও ফুলের শুভেচ্ছা সেই সাথে গতকাল স্যারের এক বছর পূর্তি উপলক্ষে বিরল থানা পুলিশের পক্ষ থেকে স্পেশাল শুভেচ্ছা। স্যার যোগদান করার পর থেকে দিনাজপুর জেলা পুলিশ ও সাধারণ মানুষের মাঝে একটি শান্তির পরিবেশ সৃষ্টি হয়ে দিনাজপুর জেলা একটি নিরাপত্তা চাদরে আবৃত হয়েছে। দিনাজপুর জেলায় অনেক বড় বড় সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ ইভেন্টগুলি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং অনেক বড় বড় ঘটনা স্যারের যোগ্য নেতৃত্বে উদঘাটন করা সম্ভব হয়েছে। স্যার শুধু একজন যোগ্য,বিচক্ষণ ও মেধাবী অফিসার নয় একজন মানবিক ও জনবান্ধব পুলিশ অফিসার যার সাথে প্রান খুলে কথা বলা যায় এবং শেয়ার করা যায়। আগামীর পথ চলায় স্যারের সুদক্ষ নেতৃত্বে দিনাজপুর জেলা পুলিশ এগিয়ে চলুক এবং সাধারণ মানুষের মাঝে আইন-শৃঙ্খলার উন্নয়ন সহ শান্তির বার্তা পৌঁছে দিতে পারি এই কামনায় বিরল থানা পুলিশের পক্ষ থেকে উভয় স্যারকে শুভেচ্ছা ও স্বাগতম।