বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্ট খেলায় জেলা চ্যাম্পিয়ান অভয়নগর


প্রিয়ব্রত ধর::
আন্ত:প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট এর জেলা পর্যায়ে খেলায় চ্যাম্পিয়ানশীপের গৌরব অর্জণ করেছে অভয়নগর উপজেলার ধোপাদী দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বৃহস্পতিবার বিকালে যশোরের বিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাধ্যে অনুষ্ঠিত খেলায় ঝিকরগাছার পাচপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে পরাজিত করে। খেলায় সেরা খেলোয়ার নির্বাচিত হয়েছে, ধোপাদী দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তানভীর আহমেদ। এর আগে বিজয়ী দল চৌগাছা উপজেলাকে ২-১ গোলে ও কেশবপুর উপজেলাকে ৩-০ গোলে পরাজিত করে। ধোপাদী দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় টিমের কোর্চের দায়িত্বে রয়েছেন। জাতীয় ফুটবল টিমের সাবেক খেলোয়ার রফিকুল ইসলাম।