দেবহাটায় পিস ক্লাব সদস্যদের মতবিনিময় সভা
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় পিস ক্লাব সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দেবহাটা প্রেসক্লাবের সভাকক্ষে পিস কর্নসোটিয়ামের আওতায় রূপান্তরের সহযোগিতায় অভিজ্ঞতা কর্মপরিকল্পনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা সাইকো সোশাল কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওহাবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আমিনুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য দেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুস সত্তার, দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আজগার আলী, পারুলিয়া ইউপি সদস্য হাসিনা পারভীন সন্ধ্যা, সমাজসেবক উত্তম কুমার রায় প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন রূপান্তরের উপজেলা সমন্বয়কারী মিনহাজুল হক।
এতে সরকারি-বেসরকারি কর্মকর্তা, ৫টি ইউনিয়নের তরুণ যুব পিস ক্লাব সদস্য এবং লোকাল কর্তৃপক্ষ অংশগ্রহন করেন।
এদিকে, বক্তরা উগ্রতা প্রতিরোধে শান্তি প্রতিষ্ঠায় ধর্মীয় অনুশাসন মেনে চলা, উঠান বৈঠক, বৃক্ষরোপণ সহ বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে যুব সমাজকে ভালো কাজে সম্পৃক্ত করার কথা তুলে ধরেন। এছাড়া আগামী দিনগুলোতে এই ক্লাবগুলো সচল রাখতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়। এছাড়া যুবকদের উগ্রতা বেশি বেশি খেলাধুলা আয়োজন করার পরামর্শ প্রস্তাবনা নির্দেশনা উঠে আসে।