ছবিঃ প্রিয়ব্রত ধর

পলাশের নেশা তীব্র, বসন্তে ফোটা পলাশ বনে ঘোর লাগে।

 

তবে বড় ক্ষণস্থায়ী পলাশের মৌসুম। মাত্র কুড়ি-পঁচিশ দিন।

নেশা লাগতে লাগতে, চিনে নিতে নিতে সে উধাও হয়ে যায়। যৌবনের উন্মাদনার মতো ক্ষণস্থায়ী।

তবে এই ক্ষণস্থায়ী সুখ চলে গেলেও স্মৃতি থেকে যায়। সেই স্মৃতি নিয়ে আমরা অপেক্ষায় থাকি অন্য বসন্তে।

ছবিটি  সুন্দলী স্কুল এন্ড কলেজ প্রাঙ্গন থেকে তোলা।

পোস্টটি শেয়ার করুনঃ