নতুন বরাদ্দে শুরু হয়েছে বুড়িমারী স্থলবন্দর কার্গো হ্যান্ডলোডিং এর কাজ
হাসিবুল পাটগ্রাম সংবাদ দাতাঃ লালমনিরহাটের পাটগ্রাম বুড়িমারী স্থলবন্দরে নতুন বরাদ্দের মাধ্যমে শুরু হয়েছে বুড়িমারী কার্গো হ্যান্ডলোডিং অথ্যাৎ লোড আনলোড এর কাজ।জানা যায় বুড়িমারী স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন রেজিষ্ট্রেশন নং রং( ৩) বুড়িমারী স্থলবন্দর ও স্টেশন কুলি শ্রমিক ইউনিয়ন রেজিষ্ট্রেশন নং রাজ (১৪৩৮) এবং বুড়িমারী স্থলবন্দর লোড আনলোড লেবার ইউনিয়ন রেজিষ্ট্রেশন নং রং(২) এই ৩ টি ট্রেড ইউনিয়ন শ্রম অধিদপ্তর থেকে লাইসেন্স প্রাপ্ত হয়।এর মধ্যে বুড়িমারী স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন রেজিষ্ট্রেশন নং রং ৩ এর সাথে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ড্রপ কমিনিউকেশন লিমিটেড ১ লা জুলাই থেকে আগামী ২ বছর বুড়িমারী কার্গো হ্যান্ডলোডিং অথ্যাৎ লোড আনলোড এর কাজের চুক্তি বদ্ধ হয়। এ বিষয়ে বুড়িমারী স্থলবন্দর শ্রমিক ইউনিয়নে সাধারণ সম্পাদক আব্দুল মান্নান জানান আমরা এবার যে বরাদ্দ কাজ পেয়েছি তাতে আমাদের সকল শ্রমিক সন্তুষ্ট এবং আমরা সবাই মিলেমিশে কাজ করতেছি।