রামপাল থানার আয়োজনে বাল্যবিবাহ বন্দে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত
মোঃ ইকরামুল হক রাজিব
বাগেরহাটের রামপাল বাল্যবিবাহ বন্ধে কাজী ও ধর্মীয় নেতৃবৃন্দের করণীয় সম্পর্কিত করণীয় বিষয়ক এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রামপাল থানার আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগীতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৪ আগষ্ট) সকাল ১১ টায় রামপাল থানা সভাকক্ষে এসআই ইসমাইল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ৷ উক্ত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন, রামপাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এস, এম আশরাফুল আলম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রামপাল উপজেলা সিনিয়র ম্যানেজার ফুলি সরকার, উপজেলা দুদক প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক সহকারী অধ্যাপক আকবর আলী, উপজেলা বিবাহ রেজিস্টার কাজী সমিতির সভাপতি মাওলানা নাজিম উদ্দিন, রামপাল সদর থানা মসজিদের পেশ ইমাম মাওলানা নূরুল ইসলাম, ইমাম হেমায়েত উদ্দিন, প্রমুখ। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে রামপাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এস, এম আশরাফুল আলম বলেন, মাদক সেবন ও বিক্রয়ের সাথে জড়িতদের কঠোরভাবে প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ, মানুষকে উষ্কানি দেওয়া ও গুজব ছড়ানো বন্ধ করা সম্ভব। খারাপ মানুষ কে ভালোবাসা দিয়ে তাদের ভালো পথে নিয়ে আসতে হবে। সকলের ভিতরে সামাজিক বন্ধন তৈরী করতে হবে। সমাজের সর্বস্তরের লোকদের কে নিয়ে খারাপ লোকের তালিকা করুন,এবং রামপাল থানা পুলিশদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবেন। উগ্রবাদ পরিহার করে আলোর পথে আনতে হবে। কোন এলাকায় কোন সমস্যা থাকলে নির্দিধায় আমাকে জানান। রাষ্ট্র বিরোধী পোষ্ট, প্রচারণা বন্ধ করতে হবে। কোন অবস্থাতেই ধর্মীয় অনুভূতিতে আঘাত করা যাবে না। বাল্যবিবাহ প্রবণ এলাকা চিহ্নিত করতে হবে। এবং আপনাদেরকে থেকে বাল্যবিবাহের সাথে জড়িতদের ধরে আইনের আওতায় আনতে হবে। বিশেষ অতিথি ফুলি সরকার পাওয়ার পয়েন্টের মাধ্যমে বাল্যবিবাহ বন্ধে পুলিশের ভূমিকা, ইমামগণের ভূমিকা ও বিবাহ রেজিস্টারগণের ভূমিকা বিষয়ে বিস্তরিত তুলে ধরেন। সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে বাল্যবিবাহের অভিশাপ থেকে মুক্তি মিলবে। এসডিজি বাস্তবায়নে বড় বাধা বাল্যবিবাহ। এর উত্তরণ ঘটাতে পারলে আমাদের জাতিকে একটি সমৃদ্ধিশালী জাতি হিসাবে গড়ে তোলা সম্ভব হবে।