মোঃ ইকরামুল হক রাজীব স্পেশাল ক্রাইম রিপোর্টার বাগেরহাটের রামপাল নাশকতা মামলায় রামপাল থানা পুলিশের বিশেষ অভিযানে মোঃ হেমাইদুল ইসলাম(৫৫) সৈয়দ মাওদুদ হোসেন(৪৫) শেখ মঈন উদ্দিন(৪২) আলাউদ্দিন কুদরতি(৫০) মোঃ আজমির মাহমুদ(৩০) জামাল বয়াতী(৫২) ফকির আজমল হোসেন(৬৫) কে আটক করা হয় ৷ এ সময় তাদের কাছে থাকা কসটেপ দ্বারা মোড়ানো ২ টি অবিস্পারিত ককটেল, বিস্ফারিত ককটেলের ৭ টি জালের কাঠি, ৪ টি টিনের ভাঙ্গা অংশ, ৯ টি লোহার রড ও ১৭ টি বাঁশের লাঠি জব্দ করা হয় ৷ গ্রেফতারকৃত আসামি, মোঃ হেমায়েদুল ইসলাম, রামপাল উপজেলার বর্ণী গ্রামের মৃত মাওলানা আব্দুল খালেক এর পুত্র, সৈয়দ মওদুদ হোসেন উপজেলার সরাফপুর গ্রামের সৈয়দ আহন্মদ আলীর পুত্র, শেখ মঈন উদ্দিন উপজেলার পেড়িখালি গ্রামের শেখ শাহাদাৎ হোসেন’র পুত্র, আলাল উদ্দিন কুদরতি উপজেলার ইসলামাবাদ গ্রামের মোঃ আমির আকঞ্জি’র পুত্র, জামাল বয়াতি উপজেলার শ্রীরম্ভা গ্রামের মৃত মোবারক বয়াতির পুত্র, ফকির আজমল হোসেন উপজেলার চন্ডীতলা গ্রামের মৃত আফসার উদ্দিন ফকির এর পুত্র বলে জানাযায় ৷ উক্ত নাশকতা মামলার আসামিদের ০৭/১০/২০২৩ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় ৷ এছাড়া এজাহারনামীয়-১১ জন পলাতক থাকে এবং অজ্ঞাতনামা ২০-২৫ জন ৷ উক্ত বিষয় নিশ্চিত করেন, রামপাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আশরাফুল আলম।

পোস্টটি শেয়ার করুনঃ