রামপাল ব্লাড ডোনার্স ক্লাব এর উদ্যোগে মাসিক সভা অনুষ্ঠিত
মোঃ ইকরামুল হক রাজিব
রামপাল ব্লাড ডোনার্স ক্লাবের উদ্যোগে মাসিক সভা ও সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে ক্লাবের সভাপতি রবিউল ইসলাম রবির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে দেন রামপাল থানা অফিসার ইনচার্জ এস এম আশরাফুল আলম। এছাড়া তিনি সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস কর্মশালা উপস্থাপন করেন। এসময় ক্লাবের পক্ষ থেকে প্রধান অতিথির হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন রামপাল ব্লাড ডোনার্স ক্লাবের সদস্যরা। ক্লাবের অর্থসম্পাদক হাওলাদার মেশকাতের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন ক্লাবের উপদেষ্টা সংবাদিক মুনাওয়ার রনি, উপদেষ্টা এমদাদুল হক পাটোয়ারী প্রমুখ। এসময় ক্লাবের অন্যান্য উপদেষ্টা, সদস্য, শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি এস,এম আশরাফুল আলম তার বক্তব্যে, ক্লাবের রক্ত যোদ্ধাদের ভূয়সি প্রংসা করেন । তিনি সাইবার ক্রাইম থেকে দূরে থাকার জন্য গুরুত্বপূর্ণ আলোচনা করেন ।